Skip to main content

Google One স্টোরেজ থেকে আরও বেশি সুবিধা পান

Google Photos-এর অভিজ্ঞতা কীভাবে উন্নত করবেন এবং Google One স্টোরেজ স্পেস ও Google One মেম্বারশিপ থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন তা জানুন।

পড়তে 3 মিনিট লাগবে
A collage of tiles displaying Google apps and photos.

Google One-এর মাধ্যমে যে শুধু অতিরিক্ত স্টোরেজ পাওয়া যায় তাই নয়। এই মেম্বারশিপের সাহায্যে আপনি আগে থেকেই ব্যবহার এবং পছন্দ করেন এমন Google পরিষেবা থেকে আরও বেশি সুবিধা পান।

এইসব উপযোগী ফিচারের সাহায্যে Google One প্ল্যান থেকে সবচেয়ে বেশি সুবিধা কীভাবে পাবেন তা জানুন।

Google One স্টোরেজ ম্যানেজার সম্পর্কে জানুন

An image of the Google One storage manager displaying how much space photos and videos, large files, and emails take up.

Google One-এর অন্যতম বড় সুবিধা হল অতিরিক্ত স্টোরেজ। এই অতিরিক্ত স্পেসের সর্বাধিক সুবিধা নিতে, স্টোরেজ ম্যানেজার ব্যবহার করার কথা বিবেচনা করুন। এটি Google অ্যাকাউন্ট আছে এমন যেকোনও ব্যক্তির জন্য উপলভ্য। এটি Gmail, Google Drive, Google Photos এবং আরও অনেক কিছু জুড়ে ফাইল এবং ফটো ম্যানেজ করার জন্য একটি উপযোগী টুল। স্টোরেজ ম্যানেজার এগুলি করতে পারে:

  • আরও ভালোভাবে স্টোরেজ ব্যবহার করতে সাহায্য করে: আপনি স্টোরেজ ব্যবহারের বিস্তারিত ব্রেকডাউন পান, যাতে কোন জিনিস কোথায়, কতটা জায়গা নিচ্ছে তা আরও ভালোভাবে বুঝতে পারেন। আপনি অন্য কারও সাথে Google One প্ল্যান শেয়ার করলে এটি বিশেষভাবে কাজে লাগে।

  • স্টোরেজ কেন বেশি ব্যবহার হচ্ছে তা শনাক্ত করতে এবং স্পেস খালি করতে সাহায্য করে: Google One স্টোরেজ ম্যানেজার দ্রুত সবচেয়ে বেশি স্টোরেজ ব্যবহার করে এমন আইটেম শনাক্ত করে — সেটি বড় ফটো ও ভিডিও ফাইল অথবা ভুলে যাওয়া স্ক্রিনশটের সংগ্রহ যাই হোক না কেন। তারপরে, আপনি দ্রুত এবং সহজে স্পেস খালি করতে বড় ফাইল মুছে ফেলা বা সরানোর উপর মনোযোগ দিতে পারেন।

বিশেষ পরামর্শ: বেশ কিছুটা স্টোরেজ স্পেস খালি করতে, নিয়মিতভাবে Gmail এবং Drive-এ আপনার ট্র্যাশ ফোল্ডার চেক এবং খালি করুন।

  • আপনার স্টোরেজ আপগ্রেড করা: আপনার স্টোরেজ প্রায় শেষ হয়ে গেলে, আপনি হয় বিনামূল্যে স্পেস খালি করতে পারেন অথবা আরও বড় Google One প্ল্যানে আপগ্রেড করতে স্টোরেজ ম্যানেজার ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার ফাইল ও ডেটা সেভ করার জন্য আরও বেশি স্পেস পাবেন। এখানে আমাদের দুটি সবচেয়ে জনপ্রিয় প্ল্যান দেওয়া হল:

বেসিক
/মাস
১০০ জিবি
  • বর্ধিত স্টোরেজ

  • সর্বাধিক ৫ জনের সাথে শেয়ার করুন

Google AI Pro
/মাস
২ টিবি

বেসিক প্ল্যানের সব সুবিধা এবং:

  • 2.5 Pro সহ Gemini অ্যাপ ও Veo 3-তে সীমিত অ্যাক্সেস

  • Gmail, Docs ও আরও অনেক কিছুতে Gemini

  • বর্ধিত সীমা সহ NotebookLM

  • Google Store থেকে কেনাকাটা করে১০% Store ক্রেডিট ফেরত পান

  • Google Workspace প্রিমিয়াম ফিচার

বিশেষ পরামর্শ: বেশিরভাগ প্ল্যানের ক্ষেত্রে বার্ষিক বিলিং বিকল্প আপনাকে সবচেয়ে বেশি সাশ্রয় করতে সাহায্য করে।

Photos-এ মনোযোগ দিন

Google Photos হল আপনার ফটো ম্যানেজ করার ও সাজিয়ে রাখার একটি শক্তিশালী টুল। Google One-এর মেম্বার হিসেবে আপনি:

  • আপনার ফটো ও ভিডিওর জন্য আরও বেশি স্পেস পাবেন: Google One মেম্বাররা Google Photos-এ আরও ছবি সেভ করতে তাদের বর্ধিত স্টোরেজ ব্যবহার করতে পারেন।

    স্পেসের সবচেয়ে বেশি সুবিধা নিতে, আপনি নিজের ফটো ও ভিডিওর ব্যাক-আপ কোয়ালিটি আসল কোয়ালিটি থেকে পরিবর্তন করে স্টোরেজ সেভার করতে পারেন।

  • আরও নিশ্চিন্তে থাকতে ব্যাক-আপ চালু করুন: Google One-এর সাহায্যে আপনার প্রিয় স্মৃতি সেভ করে রাখার জন্য আরও বেশি স্পেস পান এবং সুরক্ষিত রাখুন। Photos অ্যাপে ব্যাক-আপ চালু করুন, অটোমেটিক ব্যাক-আপের জন্য যথেষ্ট জায়গা আছে কিনা তা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না।

বিশেষ পরামর্শ: ব্যাক-আপ চালু থাকলে, আপনি photos.google.com থেকে যেকোনও জায়গায় আপনার ফটো অ্যাক্সেস করতে পারবেন।

Google One-এর অতিরিক্ত সুবিধাগুলি উপভোগ করুন

Google One অন্যান্য সুবিধা অফার করে যা আপনি নাও জানতে পারেন, যেমন:

  • ফ্যামিলি শেয়ারিং: বেসিক ও এর বেশি মূল্যের প্ল্যানের জন্য আপনি Google One সর্বাধিক অন্য ৫ জনের সাথে শেয়ার করতে পারবেন। এটি আপনার ফাইল ব্যক্তিগত রাখার পাশাপাশি গ্রুপের প্রত্যেক সদস্যকে বর্ধিত স্টোরেজ এবং অন্যান্য ফিচারের সুবিধা উপভোগ করতে দেয়।

  • Google Store ক্রেডিট (শুধু বেছে নেওয়া লোকেশনে উপলভ্য): নির্দিষ্ট Google One প্ল্যান আপনাকে Google Store থেকে কিনেছেন এমন উপযুক্ত ডিভাইসের জন্য ক্রেডিট ফেরত দেয়। আপনি কত ক্রেডিট পাবেন তা আপনার সাবস্ক্রিপশন প্ল্যানের উপর নির্ভর করে এবং তা ৩-১০% পর্যন্ত হতে পারে।

  • শক্তিশালী AI ফিচার: আপনার কাছে Google AI Pro প্ল্যান থাকলে, আপনি উন্নত AI ফিচার ও কার্যকারিতার একটি স্যুটে আরও বেশি অ্যাক্সেস পাবেন। Gemini অ্যাপ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সহায়তা পান। এর মধ্যে আমাদের সবচেয়ে দক্ষ মডেলে অ্যাক্সেস অন্তর্ভুক্ত যা আপনাকে জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং নির্দিষ্ট বিষয় সম্পর্কে আরও গভীরভাবে জানতে সাহায্য করে। এছাড়াও, আপনি Gmail, Docs এবং আরও অনেক কিছুতে Gemini-র মাধ্যমে আপনার পছন্দের Google অ্যাপে ইন্টিগ্রেট করা Gemini-র সুবিধা পাবেন।

বেশি স্টোরেজ সহ অন্যান্য সুবিধা পেতে,  Google One মেম্বারশিপের সম্পূর্ণ ক্ষমতা আনলক করুন। সময়ের সাথে নতুন সুবিধা রিলিজ হতে চলেছে, তাই Google One মেম্বার হিসেবে আপনি সবসময়ই কিছু না কিছু উপভোগ করতে পারবেন।

Google One-এর দুনিয়া সম্পর্কে আপ-টু-ডেট থাকুন

Google One-এর মাধ্যমে আপ-টু-ডেট থাকুন

Google One-এর লেটেস্ট আপডেট ও খবর পান, সরাসরি আপনার ইনবক্সে।