আপনার পছন্দের সবকিছুর জন্য আরও জায়গা। Google One আপনাকে Google Photos, Drive ও Gmail জুড়ে অতিরিক্ত স্টোরেজ দেয় — এর ফলে আপনার ফটো ও ভিডিওর ব্যাক-আপ নেওয়া হয় এবং আপনার ফাইল ও ইমেল প্রয়োজনীয় স্পেস পায়।
ডিভাইসের অটোমেটিক ব্যাক-আপ নিন ও নিশ্চিন্তে থাকুন
সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলি রাখুন। Google One অটোমেটিক আপনার ফটো, ভিডিও, পরিচিতি ও আরও অনেক কিছুর ব্যাক-আপ নেয় — তাই আপনি কখনও ডিভাইস পাল্টালে, ভেঙে ফেললে বা হারিয়ে ফেললে, একটি মাত্র ট্যাপ করেই সবকিছু ফিরিয়ে আনতে পারবেন।
শেয়ার করার জন্য যথেষ্ট জায়গা আছে
আপনার ক্রু কভার করে রাখুন। Google One-এর মাধ্যমে, আপনি সর্বাধিক পাঁচজনের সাথে আপনার স্টোরেজ শেয়ার করতে পারবেন — কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। প্রত্যেক ব্যবহারকারী ব্যক্তিগত স্টোরেজ স্পেস অ্যাক্সেস করতে পারবেন এবং আপনি স্টোরেজ শেয়ার করলেও আপনার কন্টেন্ট ব্যক্তিগত থাকে।
Google AI-এর সেরা সুবিধাতে অ্যাক্সেস পান|
আপনার আইডিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে তৈরি করা হয়েছে
Google AI Pro-তে Gemini অ্যাপের সাহায্যে আগের চেয়েও দ্রুত গবেষণা করুন, লিখুন এবং তৈরি করুন।
অনেক কম পরিশ্রমে তৈরি, এডিট ও রিফাইন করুন। Gemini in Gmail, Docs ও আরও অনেক কিছু আপনাকে আরও স্মার্টভাবে লিখতে, দ্রুত উত্তর পেতে এবং অনেক কম সময়ে অনেক কিছু করতে সাহায্য করে।
Google AI Pro-তে NotebookLM, AI-এর মাধ্যমে পরিচালিত গবেষণাকে এক নতুন শিখরে পৌঁছে দেয়। প্রোজেক্ট পিছু ৫ গুণ বেশি নোটবুক, কোয়েরি ও সোর্স পান, তার সাথে পেয়ে যান উন্নত কাস্টমাইজেশন ও টিম কোলোবরেশনের ফিচার। বিশেষজ্ঞদের নির্দেশিকা তৈরি করুন, Analytics-এর সাহায্যে এনগেজমেন্ট বিশ্লেষণ করুন এবং আপনার ডেটা সুরক্ষিত রাখুন।
অনেক কম পরিশ্রমে তৈরি, এডিট ও রিফাইন করুন। Gemini in Gmail, Docs ও আরও অনেক কিছু আপনাকে আরও স্মার্টভাবে লিখতে, দ্রুত উত্তর পেতে এবং অনেক কম সময়ে অনেক কিছু করতে সাহায্য করে।
Google AI Pro-তে NotebookLM, AI-এর মাধ্যমে পরিচালিত গবেষণাকে এক নতুন শিখরে পৌঁছে দেয়। প্রোজেক্ট পিছু ৫ গুণ বেশি নোটবুক, কোয়েরি ও সোর্স পান, তার সাথে পেয়ে যান উন্নত কাস্টমাইজেশন ও টিম কোলোবরেশনের ফিচার। বিশেষজ্ঞদের নির্দেশিকা তৈরি করুন, Analytics-এর সাহায্যে এনগেজমেন্ট বিশ্লেষণ করুন এবং আপনার ডেটা সুরক্ষিত রাখুন।
আপনার Google One সাবস্ক্রিপশনের মাধ্যমে আরও বেশি সুবিধা পান
Google Meet
এনহ্যান্স করা ভিডিও ফিচারের মাধ্যমে আপনার কলের কোয়ালিটি আরও উন্নত করুন
প্রতিটি মুহূর্তে অনুভব করুন। বেশি সময় ধরে কল, নির্বিঘ্ন অডিওর জন্য নয়েজ ক্যানসেলেশন ও নিজের পছন্দের কথোপকথন সেভ ও রিপ্লে করার সুবিধা পান।
শুধুমাত্র প্রিমিয়াম প্ল্যান বা তার বেশি স্টোরেজ সহ প্ল্যানের ক্ষেত্রে উপলভ্য।৪
Google Calendar
শিডিউল করার উন্নত টুল যা আপনার সময় বাঁচায়
শিডিউল করার ক্লান্তি থেকে মুক্তি পান। Google Calendar-এ উন্নত ফিচারের সুবিধা আনলক করুন, যেমন একাধিক অ্যাপয়েন্টমেন্টের ধরন ও অটোমেটিক রিমাইন্ডার, যাতে সব প্ল্যানের ক্ষেত্রে আপ-টু-ডেট থাকতে পারেন।
শুধুমাত্র প্রিমিয়াম প্ল্যান বা তার বেশি স্টোরেজ সহ প্ল্যানের ক্ষেত্রে উপলভ্য।৪
আপনার জন্য উপযুক্ত Google One প্ল্যান খুঁজে নিন
কোনও চার্জ ছাড়াই
/mo
বেসিক
/mo
Standard
/mo
Premium
/mo
Google AI Pro
/mo
নতুন
Google AI Ultra
/mo
স্টোরেজ
Gmail, Google Drive, Google Photos-এর জন্য স্টোরেজ
Google Drive হল আপনার ফাইল আরও ভালোভাবে সাজিয়ে রাখার জন্য একটি জায়গা। Google One সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি Google Drive, Gmail ও Google Photos জুড়ে আরও স্টোরেজ পেতে পারবেন।
স্টোরেজ ম্যানেজার ব্যবহার করে আপনার Android বা iOS ফোনে ডেটার ব্যাক-আপ নিতে এবং Google অ্যাকাউন্টের জায়গা ক্লিন-আপ করতে পারবেন। আপনি Google One প্ল্যান কিনলে, অতিরিক্ত ক্লাউড স্টোরেজ ও মেম্বারদের জন্য সুবিধার মতো আরও ফিচার আনলক করতে পারবেন।
প্রত্যেক Google অ্যাকাউন্টের সাথে Google Drive, Gmail ও Google Photos-এর জন্য ১৫ জিবি স্টোরেজ পাওয়া যায়। Google One-এ সাবস্ক্রাইব করলে, আপনার বেছে নেওয়া প্ল্যানের উপর নির্ভর করে স্টোরেজ বেড়ে ১০০ জিবি বা এর বেশি হয় — এই স্টোরেজ স্পেস আপনি সর্বাধিক ৫ জনের সাথে শেয়ার করতে পারবেন।
Google Workspace Individual-এর সাহায্যে প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা বাড়ানোর জন্য আরও প্রিমিয়াম ফিচারে অ্যাক্সেস পান। Google One হল গ্রাহকদের জন্য এমন এক সাবস্ক্রিপশন প্ল্যান, যেটি আপনাকে Google Drive, Gmail ও Google Photos জুড়ে আরও স্টোরেজ দেয়। এছাড়াও, Google-এর অতিরিক্ত সুবিধা ও ফিচার এর মাধ্যমে পাওয়া যায়। Google One প্রিমিয়াম প্ল্যানে সীমিত সংখ্যক Google Workspace Individual ফিচার রয়েছে, যেমন Google Meet-এর জন্য আরও দীর্ঘ গ্রুপ কল এবং Google Calendar-এ উন্নত অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার সুবিধা।
বেসিক প্ল্যান ও তার বেশি মূল্যের প্ল্যানের জন্য, ফ্রিতে আপনি Google One সর্বাধিক অন্য ৫ জনের (আপনাকে নিয়ে ৬ জন) সাথে শেয়ার করতে পারবেন। একটি নতুন ফ্যামিলি গ্রুপ তৈরি করলে, অন্যান্য ফ্যামিলি মেম্বারদের আপনি গ্রুপে যোগ করতে বা সেখান থেকে সরিয়ে দিতে পারবেন। কিছু সুবিধা শুধু প্ল্যান ম্যানেজারদের জন্যই উপলভ্য। Google AI Pro প্ল্যান নিয়েছেন এমন ফ্যামিলি প্ল্যানের মেম্বাররা অতিরিক্ত খরচ ছাড়াই AI-এর সুবিধা ও ফিচার উপভোগ করতে পারবেন। আরও জানুন।
আপনি আগে থেকেই Google-এ ফ্যামিলি গ্রুপের মেম্বার হলে, বর্তমান গ্রুপের বাকি ব্যক্তিদের সাথে আপনার Google One প্ল্যান শেয়ার করতে পারবেন।
হ্যাঁ! Google-এর বিভিন্ন প্রোডাক্ট ও পরিষেবা জুড়ে মেম্বারদের সুবিধা দেওয়ার জন্য আমরা কাজ করছি। সাথে থাকুন!
নতুন সুবিধা সম্পর্কে জানতে, ওয়েবসাইটে সাইন-আপ করুন অথবা Google One ওয়েবসাইট বা অ্যাপের সেটিংস পৃষ্ঠায় যান এবং ইমেল সংক্রান্ত পছন্দ আপডেট করুন।
Google One-এর মাধ্যমে আপ-টু-ডেট থাকুন
Google One-এর লেটেস্ট আপডেট ও খবর পান, সরাসরি আপনার ইনবক্সে।