এক নজরে AI PremiumGoogle জুড়ে আরও ফিচার প্ল্যান ও দাম
সাইন-আপ করুন
আমাদের নতুন AI Premium প্ল্যানের মাধ্যমে Google জুড়ে এর চেয়েও অনেক বেশি AI কার্যকারিতা আনলক করুন। 
আপনার ট্রায়াল আজ থেকেই শুরু করুন

Google One থেকে আরও অনেক সুবিধা পান

Google Photos-এর সহায়তায় জটিল এডিটিং সহজে করুন

জেনারেটিভ AI-এর সহায়তায় Google Photos-এ ম্যাজিক এডিটরের মাধ্যমে অবজেক্টের অবস্থান পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড উন্নত ও আরও অনেক কিছু করতে পারবেন। Google One প্রিমিয়াম প্ল্যানে সাবস্ক্রাইব করে ম্যাজিক এডিটরে আনলিমিটেড কন্টেন্ট সেভ করার সুবিধা পান।

জেনারেটিভ AI-এর সহায়তায় Google Photos-এ ম্যাজিক এডিটরের মাধ্যমে অবজেক্টের অবস্থান পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড উন্নত ও আরও অনেক কিছু করতে পারবেন। Google One প্রিমিয়াম প্ল্যানে সাবস্ক্রাইব করে ম্যাজিক এডিটরে আনলিমিটেড কন্টেন্ট সেভ করার সুবিধা পান।

প্রিমিয়াম ফিচার
প্রিমিয়াম ফিচার
Google One প্রিমিয়াম প্ল্যানে সাবস্ক্রাইব করে ম্যাজিক এডিটরে আনলিমিটেড কন্টেন্ট সেভ করার সুবিধা পান।
সব Premium ফিচার দেখুন

Google Meet-এর মাধ্যমে আরও বেশি সময় কাছাকাছি কাটান

আরও দীর্ঘ ভিডিও কলের সাহায্যে আপনার পছন্দের লোকজনের সাথে বেশি সময় কাটান এবং নয়েজ ক্যানসেলেশনের মাধ্যমে সময়ের সবচেয়ে উপযোগী ব্যবহার করুন। কল রেকর্ডিং করে সেগুলি আবার পরে দেখুন।

আরও দীর্ঘ ভিডিও কলের সাহায্যে আপনার পছন্দের লোকজনের সাথে বেশি সময় কাটান এবং নয়েজ ক্যানসেলেশনের মাধ্যমে সময়ের সবচেয়ে উপযোগী ব্যবহার করুন। কল রেকর্ডিং করে সেগুলি আবার পরে দেখুন।

Premium ফিচার
Premium ফিচার
প্রিমিয়াম ফিচারে অ্যাক্সেস পেতে ২ টিবি বা এর বেশি স্টোরেজ সহ Google One প্ল্যানে সাইন-আপ করুন।
সব Premium ফিচার দেখুন
Google Calendar ইভেন্টে বিকেল ৫ থেকে সন্ধ্যা ৮ টার মধ্যে "বুক ক্লাব" দেখানো হচ্ছে Google Calendar ইভেন্টে বিকেল ৫ থেকে সন্ধ্যা ৮ টার মধ্যে "বুক ক্লাব" দেখানো হচ্ছে

Google Calendar-এর মাধ্যমে সহজেই প্ল্যান করুন

Google Calendar-এ উন্নত অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার মাধ্যমে আরও সুবিধা পান, যেমন, একাধিক অ্যাপয়েন্টমেন্টের ধরন, অটোমেটিক ইমেল রিমাইন্ডার, ক্যালেন্ডার সিঙ্ক করা এবং আরও অনেক কিছু।

Google Calendar-এ উন্নত অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার মাধ্যমে আরও সুবিধা পান, যেমন, একাধিক অ্যাপয়েন্টমেন্টের ধরন, অটোমেটিক ইমেল রিমাইন্ডার, ক্যালেন্ডার সিঙ্ক করা এবং আরও অনেক কিছু।

Premium ফিচার
Premium ফিচার
প্রিমিয়াম ফিচারে অ্যাক্সেস পেতে ২ টিবি বা এর বেশি স্টোরেজ সহ Google One প্ল্যানে সাইন-আপ করুন।
সব Premium ফিচার দেখুন
Google Calendar-এ বুধবারে "প্ল্যানে আপডেট" সহ সাপ্তাহিক শিডিউল দেখানো হচ্ছে Google Calendar-এ বুধবারে "প্ল্যানে আপডেট" সহ সাপ্তাহিক শিডিউল দেখানো হচ্ছে

Google Store-এ একজন ভিআইপির মতো কেনাকাটা করুন

Google Store থেকে কেনাকাটার উপর সর্বাধিক ১০% ক্যাশব্যাক পান।

Google Store থেকে কেনাকাটার উপর সর্বাধিক ১০% ক্যাশব্যাক পান।

বিভিন্ন Google অ্যাপ জুড়ে আপনি কী কী করতে পারেন তা শেয়ার করুন

সর্বাধিক ৫ জনকে তারা প্রতিদিন ব্যবহার করেন এমন Google অ্যাপে নতুন নতুন সুবিধা অ্যাক্সেস করতে দিন — কোনও অতিরিক্ত খরচ ছাড়াই।

সর্বাধিক ৫ জনকে তারা প্রতিদিন ব্যবহার করেন এমন Google অ্যাপে নতুন নতুন সুবিধা অ্যাক্সেস করতে দিন — কোনও অতিরিক্ত খরচ ছাড়াই।

A phone displaying the Gemini Advanced welcome screen reading, "Hello, Lisa. How can I help you today?"

Google AI-এর সেরা পরিষেবা

Gmail, Docs ও অন্যান্য অনেক পরিষেবায় Gemini-র পাশাপাশি Gemini Advanced অ্যাক্সেস করুন।

Gmail, Docs ও অন্যান্য অনেক পরিষেবায় Gemini-র পাশাপাশি Gemini Advanced অ্যাক্সেস করুন।

AI Premium ফিচার
AI Premium ফিচার
Premium ফিচারের পাশাপাশি Google জুড়ে এর চেয়েও অনেক বেশি AI কার্যকারিতা আনলক করতে AI Premium প্ল্যানে সাইন-আপ করুন।
সব AI Premium ফিচার দেখুন
আরও জানুন
Google One-এর জন্য সাইন-আপ করুন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
  • সব বড় করুন
  • Google One ও Google Workspace Individual-এর মধ্যে পার্থক্য কী?

    Google Workspace Individual-এর সাহায্যে প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা বাড়ানোর জন্য আরও প্রিমিয়াম ফিচারে অ্যাক্সেস পান। Google One হল গ্রাহকদের জন্য এমন এক সাবস্ক্রিপশন প্ল্যান, যেটি আপনাকে Google Drive, Gmail ও Google Photos জুড়ে আরও স্টোরেজ দেয়। এছাড়াও, Google-এর অতিরিক্ত সুবিধা ও ফিচার এর মাধ্যমে পাওয়া যায়। Google One প্রিমিয়াম প্ল্যানে সীমিত সংখ্যক Google Workspace Individual ফিচার রয়েছে, যেমন Google Meet-এর জন্য আরও দীর্ঘ গ্রুপ কল এবং Google Calendar-এ উন্নত অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার সুবিধা।

  • আমি কার সাথে আমার Google One মেম্বারশিপ শেয়ার করতে পারি?

    বেসিক প্ল্যান ও তার বেশি মূল্যের প্ল্যানের জন্য, অতিরিক্ত খরচ ছাড়াই আপনি Google One সর্বাধিক অন্য ৫ জনের (আপনাকে নিয়ে ৬ জন) সাথে শেয়ার করতে পারবেন। একটি নতুন ফ্যামিলি গ্রুপ তৈরি করলে, অন্যান্য ফ্যামিলি মেম্বারদের আপনি গ্রুপে যোগ করতে বা সেখান থেকে সরিয়ে দিতে পারবেন। কিছু সুবিধা শুধু প্ল্যান ম্যানেজারদের জন্যই উপলভ্য। সীমিত সময়ের জন্য, AI Premium প্ল্যানে ফ্যামিলি প্ল্যানের মেম্বার কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ৩০ জুন, ২০২৫ পর্যন্ত AI Premium ফিচার উপভোগ করতে পারবেন। আরও জানুন

    আপনি আগে থেকেই Google-এ ফ্যামিলি গ্রুপের মেম্বার হলে, বর্তমান গ্রুপের বাকি ব্যক্তিদের সাথে আপনার Google One প্ল্যান শেয়ার করতে পারবেন।

  • কীভাবে আমি Google Photos-এ ম্যাজিক এডিটর ব্যবহার করতে পারব?

    Android ও iOS-এ চলা কিছু উপযুক্ত ডিভাইসে Google Photos ব্যবহারকারীদের কোনও সাবস্ক্রিপশন ছাড়াই, প্রতি মাসে ম্যাজিক এডিটরে ১০টি কন্টেন্ট সেভ করার সুবিধা দেওয়া হবে। এই সীমার চেয়ে বেশি পেতে হলে আপনার প্রয়োজন Pixel ফোন বা Google One প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রিপশন (২ টিবি বা তার চেয়ে বেশি)।

  • মেম্বারদের জন্য আরও সুবিধা দেওয়ার কি কোনও পরিকল্পনা আছে?

    হ্যাঁ! Google-এর বিভিন্ন প্রোডাক্ট ও পরিষেবা জুড়ে মেম্বারদের সুবিধা দেওয়ার জন্য আমরা কাজ করছি। নজর রাখুন!

    নতুন সুবিধা সম্পর্কে জানতে, ওয়েবসাইটে সাইন-আপ করুন অথবা Google One ওয়েবসাইট বা অ্যাপের সেটিংস পৃষ্ঠায় যান এবং ইমেল সংক্রান্ত পছন্দ আপডেট করুন।

আমাদের সাথে যোগাযোগ রেখে চলুন

Google One থেকে লেটেস্ট আপডেট পেতে সাইন-আপ করুন।

সাবস্ক্রাইব করুন

Google One অ্যাপের মাধ্যমে আপনার প্ল্যান ও আরও অনেক কিছু ম্যানেজ করুন