Google One পরিষেবার অতিরিক্ত শর্তাবলী
কার্যকর হবে: ৯ নভেম্বর, ২০২১ |আপনি Google One প্ল্যান ম্যানেজার, Google One প্ল্যান শেয়ারকারী ফ্যামিলি গ্রুপের অংশ বা ব্যবহারকারী মেম্বার না হলেও Google One ব্যবহার ও অ্যাক্সেস করতে আপনাকে (১) Google পরিষেবার শর্তাবলী এবং (২) এইসব Google One পরিষেবার অতিরিক্ত শর্তাবলী (“Google One অতিরিক্ত শর্তাবলী”) মেনে চলতে হবে।
এইসব ডকুমেন্টের প্রত্যেকটি খুব ভালভাবে পড়ুন। একসাথে, এইসব ডকুমেন্ট “শর্তাবলী” হিসেবে পরিচিত। এগুলিতে আমাদের পরিষেবা ব্যবহার করার সময়ে আপনি কী কী প্রত্যাশা করতে পারবেন এবং আপনার থেকে আমরা কী চাইব সেগুলি উল্লেখ করা থাকে।
ফ্রান্সে বসবাসকারী Google One প্ল্যানের গ্রাহক ছাড়া, Google One প্ল্যানের এইসব অতিরিক্ত শর্তাবলী Google পরিষেবার শর্তাবলী মেনে না চললে, Google One প্ল্যান এইসব অতিরিক্ত শর্তাবলী মেনে চলবে।
যদিও এটি এইসব শর্তাবলীর অংশ নয়, তাও আপনি কীভাবে আপনার তথ্য আপডেট, ম্যানেজ, এক্সপোর্ট করবেন এবং মুছে ফেলবেন তা আরও ভালভাবে বুঝতে আমাদের গোপনীয়তা নীতি পড়ার জন্য সাজেস্ট করছি।
১. Google One সম্পর্কে সাধারণ বিবরণ
Google-এর পরিষেবা এবং সহায়তা একটি প্লাটফর্ম সহ আপনার কাছে পৌঁছে দেওয়া, পুরস্কার এবং অফার দেওয়া ও নতুন প্রোডাক্ট এবং ফিচার তুলে ধরার জন্য Google-এর তরফ থেকে এই Google One পরিষেবা নিয়ে আসা হয়েছে। Google One-এর ফিচারে Google Drive, Google Photos এবং Gmail জুড়ে শেয়ার করা পেমেন্ট দেওয়া স্টোরেজ প্ল্যান, নির্দিষ্ট Google প্রোডাক্টের জন্য গ্রাহক সহায়তা, পরিবারের সাথে বিভিন্ন পরিষেবা শেয়ার করার ফিচার, মোবাইলের ব্যাক-আপ নেওয়া ও তা ফিরিয়ে আনা এবং Google বা থার্ড-পার্টির তরফ থেকে দেওয়া অন্যান্য সুবিধা থাকতে পারে। Google-এর অতিরিক্ত প্রোডাক্ট অথবা পরিষেবা আপনার ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট বা পরিষেবার জন্য প্রযোজ্য পরিষেবার শর্তাবলী দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু প্রোডাক্ট, ফিচার এবং সুবিধা সব দেশে উপলভ্য নাও হতে পারে। আরও তথ্যের জন্য Google One সহায়তা কেন্দ্রে যান।
২. পেড অ্যাকাউন্ট - পেমেন্ট, সাবস্ক্রিপশন এবং রিফান্ড
পেমেন্ট। শুধুমাত্র Google One প্ল্যান ম্যানেজাররাই হয়ত Google One মেম্বারশিপ কিনতে, আপগ্রেড বা ডাউনগ্রেড অথবা বাতিল করতে পারেন। Google Payments অ্যাকাউন্ট বা কেনার আগে নির্দেশিত অন্য কোনও পেমেন্ট পদ্ধতির মাধ্যমে Google পেমেন্ট গ্রহণ করে।
সাবস্ক্রিপশন বাতিল করা। Google One মেম্বারশিপের জন্য আপনার সাইন-আপ করার তারিখ থেকে অটোমেটিক Google Payments পেমেন্ট গ্রহণ করবে এবং বাতিল না হওয়া পর্যন্ত আপনার Google One প্ল্যানের সাবস্ক্রিপশনও অটোমেটিক রিনিউ হয়ে যাবে। আপনি যেকোনও সময় বাতিল করতে পারবেন। সাবস্ক্রিপশন বাতিল করে দিলেও, সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি Google One অ্যাক্সেস করে যেতে পারবেন। এছাড়াও, আপনি যদি পরিষেবা মুছে ফেলার মাধ্যমে Google One মুছে ফেলার বিকল্প বেছে নেন তাহলে আপনি সম্মত হচ্ছেন যে, আপনি এটি করার সাথে সাথেই Google One পরিষেবা এবং কার্যকারিতার অ্যাক্সেস হারাবেন এবং আপনার সাবস্ক্রিপশনের বাকি থাকা মেয়াদের জন্য আপনি কোনও টাকা ফেরত পাবেন না। আপনার সাবস্ক্রিপশনের মেয়াদ পর্যন্ত আপনি যদি Google One পরিষেবা ব্যবহার করতে চান তাহলে Google One প্ল্যান মোছার পরিবর্তে আপনার সাবস্ক্রিপশন বাতিল করুন।
প্রত্যাহারের অধিকার। ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাজ্যের বাসিন্দা হলে, কোনও কারণ না দেখিয়েই Google One মেম্বারশিপ রিনিউ বা আপগ্রেড করার জন্য সাইন-আপ করার ১৪ দিনের মধ্যে বাতিল করার অধিকার আপনার আছে। প্রত্যাহারের অধিকার প্রয়োগ করতে হলে, যোগাযোগ করার মাধ্যমে স্পষ্ট বিবৃতি দিয়ে চুক্তি প্রত্যাহারের বিষয়ে আপনার সিদ্ধান্ত, সেই পরিষেবা প্রদানকারীকে জানাতে হবে যার কাছ থেকে কিনেছেন।
রিফান্ড। রিফান্ডের অতিরিক্ত অধিকারের জন্য Google Play-এর প্রাসঙ্গিক নীতি দেখুন বা যে পরিষেবা প্রদানকারীর কাছ থেকে কিনেছেন তার সাথে যোগাযোগ করুন। প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজন ছাড়া, Google-এর কাছ থেকে কিনে থাকলে অসম্পূর্ণ বিলিং মেয়াদের জন্য কোনও রিফান্ড করা হয় না। Google ছাড়া অন্য কোথাও থেকে কিনে থাকলে যেমন, আপনার iPhone বা iPad ব্যবহার করে বা অ্যাপ স্টোর অথবা অন্য থার্ড-পার্টি পরিষেবা প্রদানকারীর মাধ্যমে Google One মেম্বারশিপের জন্য সাইন-আপ করলে, পরিষেবা প্রদানকারীর রিফান্ডের নীতি প্রযোজ্য হবে। রিফান্ডের জন্য অনুরোধ করতে আপনাকে সেই থার্ড-পার্টি (উদাহরণ, Apple সহায়তা)-এর সাথে যোগাযোগ করতে হবে।
দামের ক্ষেত্রে পরিবর্তন। Google One প্ল্যানের দাম হয়ত পরিবর্তন করা হতে পারে, তবে সেটি কার্যকর হওয়ার আগে আপনাকে জানানো হবে। বর্তমান পেমেন্টের মেয়াদ শেষ হলে বিজ্ঞপ্তি দিয়ে যখন পরবর্তী পেমেন্ট জমা দেওয়ার তারিখ উল্লেখ করা হবে, তখন এইসব পরিবর্তন প্রযোজ্য হবে। আপনাকে চার্জ করার ৩০ দিন আগেই দাম বেড়ে যাওয়া সম্পর্কিত আগাম বিজ্ঞপ্তি দেওয়া হবে। আপনাকে যদি কমপক্ষে ৩০ দিন আগে বিজ্ঞপ্তি না দেওয়া হয়ে থাকে তাহলে পেমেন্ট করার পরে পরবর্তী বকেয়া অর্থ না দেওয়া পর্যন্ত পরিবর্তনটি প্রয়োগ করা হবে না। দাম বেড়ে যাওয়ার জন্য যদি Google One প্ল্যানের সাবস্ক্রিপশন বাতিল করতে চান, তাহলে আপনার Google Play, Apple, বা থার্ড-পার্টি সাবস্ক্রিপশন সেটিংস থেকে যেকোনও সময় বাতিল বা ডাউনগ্রেড করতে পারবেন। প্রযোজ্য পেমেন্ট প্ল্যাটফর্ম শর্তাবলীতে স্পষ্টভাবে উল্লেখ করা না থাকলে, আপনি বাতিল বা ডাউনগ্রেড করলে, বর্তমান পরিষেবার মেয়াদ শেষ হওয়ার পরে পরবর্তী বিলিংয়ের মেয়াদে সেটি প্রযোজ্য হবে। দাম বেড়ে গেলে এবং আপনার সম্মতি প্রয়োজন হলে, আপনি বেড়ে যাওয়া দামের ক্ষেত্রে সম্মতি না দেওয়া পর্যন্ত আপনার সাবস্ক্রিপশন হয়ত বাতিল হতে পারে। যদি আপনার সাবস্ক্রিপশন বাতিল হয়ে গিয়ে থাকে এবং আপনি আবার সাবস্ক্রিপশন নিতে চান তাহলে আপনাকে সাবস্ক্রিপশনের বর্তমান মূল্যের ভিত্তিতে চার্জ করা হবে।
৩. গ্রাহক সহায়তা
Google One প্ল্যানের মাধ্যমে আপনি Google-এর অনেকগুলি প্রোডাক্ট ও পরিষেবা জুড়ে গ্রাহক সহায়তা অ্যাক্সেস করতে পারেন ('গ্রাহক সহায়তা')। গ্রাহক সহায়তা টিম যদি আপনার অনুরোধের জন্য সহায়তা করতে না পারে তাহলে আমরা আপনাকে Google-এর সেই নির্দিষ্ট প্রোডাক্টের গ্রাহক সহায়তা টিমের কাছে ট্রান্সফার বা রিডাইরেক্ট করে দিতে পারি। এর মধ্যে এমন উদাহরণ আছে যেখানে অনুরোধ করা Google-এর কোনও নির্দিষ্ট প্রোডাক্ট বা পরিষেবার জন্য Google One গ্রাহক সহায়তা দেয় না। আপনার Google One সাবস্ক্রিপশন যদি বাতিল অথবা সাসপেন্ড হয়ে যায় তাহলে সহায়তা টিমকে জানানো সমাধান না হওয়া সমস্যাটিও সাসপেন্ড হয়ে যেতে পারে এবং সাবস্ক্রিপশন আবার চালু করার পরে আপনাকে বিষয়টি নতুন করে জানাতে হতে পারে।
৪. সীমিত সদস্যদের জন্য সুবিধা
Google One প্ল্যানে আপনি কন্টেন্ট, প্রোডাক্ট এবং পরিষেবা ডিসকাউন্ট করা হিসেবে বা বিনামূল্যে ('সীমিত সদস্যদের জন্য সুবিধা') পেতে পারেন। সীমিত সদস্যদের জন্য সুবিধা পাওয়া যাবে কিনা তা দেশ, উপলভ্যতা, মেয়াদ, মেম্বারশিপের শ্রেণী অথবা অন্যান্য কারণের উপরে নির্ভর করতে পারে এবং সব সীমিত সদস্যদের জন্য সুবিধা সমস্ত Google One সাবস্ক্রাইবারকে দেওয়া নাও হতে পারে। কিছু সীমিত সদস্যদের জন্য সুবিধা হয়ত শুধুমাত্র Google One প্ল্যান ম্যানেজার রিডিম করতে পারবেন এবং কিছু সীমিত সদস্যদের সুবিধা আপনার ফ্যামিলি গ্রুপের সদস্যরা রিডিম করতে পারবেন অথবা পরিবারের যে সদস্য সবার প্রথমে সুবিধাটি অ্যাক্টিভেট করবেন শুধুমাত্র তিনি হয়ত রিডিম করতে পারবেন। কিছু কিছু সীমিত সদস্যদের জন্য সুবিধা বাচ্চা এবং কিশোর-কিশোরী এবং ট্রায়াল ব্যবহারকারীদের জন্য Google অ্যাকাউন্ট থেকে রিডিম করা যায় না। অন্যান্য প্রয়োজনীয় শর্তও প্রযোজ্য হতে পারে।
আমরা Google One প্ল্যানের মাধ্যমে আপনাকে সীমিত সদস্যদের জন্য সুবিধা হিসেবে থার্ড-পার্টির পরিষেবা বা কন্টেন্ট প্রদান করতে তাদের সাথে কাজ করতে পারি। থার্ড-পার্টির দেওয়া কোনও সীমিত সদস্যদের জন্য সুবিধা রিডিম করতে আপনি সম্মতি দিচ্ছেন যে, আপনার রিডিম করার পদ্ধতি প্রসেস করতে যেকোনও প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী সেই থার্ড-পার্টিকে Google দিতে পারে। আপনার যেকোনও থার্ড-পার্টির সীমিত সদস্যদের জন্য সুবিধা ব্যবহারের ক্ষেত্রে তাদের পরিষেবা ব্যবহারের শর্তাবলী, লাইসেন্স চুক্তি, গোপনীয়তা নীতি অথবা এই ধরনের অন্যান্য চুক্তির দ্বারা পরিচালিত হতে পারে।
৫. পরিবারগুলি
আপনার যদি কোনও ফ্যামিলি গ্রুপ থাকে, তাহলে Drive, Gmail এবং Photos স্টোরেজের জায়গা সহ Google One-এর নির্দিষ্ট কিছু ফিচার সেই গ্রুপের সাথে শেয়ার করা হতে পারে ('ফ্যামিলি শেয়ারিং')। সীমতি সদস্যদের জন্য যে সুবিধাগুলি পাবেন, আপনার ফ্যামিলি গ্রুপের সদস্যরা সেগুলি পেতে এবং রিডিম করতে পারবেন। আপনি যদি ফ্যামিলি গ্রুপের সাথে এইসব ফিচার শেয়ার করতে না চান তাহলে আপনাকে Google One-এর জন্য 'ফ্যামিলি শেয়ারিং' বন্ধ করতে হবে অথবা ফ্যামিলি গ্রুপ ছেড়ে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র Google One প্ল্যান ম্যানেজাররাই হয়ত Google One মেম্বারশিপে কাউকে যোগ করতে এবং 'ফ্যামিলি শেয়ারিং' চালু অথবা বন্ধ করতে পারেন।
আপনি যদি Google One-এ কোনও ফ্যামিলি গ্রুপের অংশ হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলি গ্রুপের বাকি সদস্যরা আপনার সম্পর্কে নির্দিষ্ট তথ্য দেখতে পাবেন। আপনি যদি Google One-এ 'ফ্যামিলি শেয়ারিং' চালু থাকা ফ্যামিলি গ্রুপে যোগ দেন তাহলে অন্য সদস্য এবং সেই গ্রুপে আমন্ত্রিত ব্যক্তিরা আপনার নাম, ছবি, ইমেল আইডি, যেসব ডিভাইসের ব্যাক-আপ নিয়েছেন সেগুলি এবং Google Drive, Gmail ও Google Photos-এ আপনি কতখানি জায়গা ব্যবহার করেন, তা দেখতে পাবেন। এছাড়াও, সীমিত সদস্যদের জন্য সুবিধা পরিবারের সদস্যদের মধ্যে কেউ রিডিম করলে, ফ্যামিলি গ্রুপ সদস্যরাও সেটি হয়ত দেখতে পাবেন।
আপনি যদি নিজের ফ্যামিলি গ্রুপের Google One প্ল্যান ম্যানেজার হন এবং 'ফ্যামিলি শেয়ারিং' বন্ধ করেন অথবা গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন, তাহলে আপনার ফ্যামিলি গ্রুপের বাকি সদস্যরা Google One প্ল্যান অ্যাক্সেস করতে পারবেন না। আপনার Google One প্ল্যান ম্যানেজার যদি 'ফ্যামিলি শেয়ারিং'-এর মাধ্যমে আপনাকে Google One-এ অ্যাক্সেস দিয়ে থাকেন তাহলে Google One-এ অ্যাক্সেস হারাবেন। এছাড়া, আপনি গ্রুপ ছেড়ে বেরিয়ে এসে থাকলে বা আপনার Google One প্ল্যান ম্যানেজার 'ফ্যামিলি শেয়ারিং' বন্ধ করে দিয়ে থাকলে অথবা Google One ছেড়ে বেরিয়ে গেলে, তাহলেও Google One-এ অ্যাক্সেস করতে পারবেন না।
৬. মোবাইলের ব্যাক-আপ নেওয়া এবং তা ফিরিয়ে আনা
উপযুক্ত মোবাইল ডিভাইস ও মোবাইল প্ল্যানগুলির জন্য Google One উন্নতমানের ডেটা ব্যাক-আপ নেওয়া ও তা ফিরিয়ে আনার ('ব্যাক-আপ নেওয়া ও তা ফিরিয়ে আনা') কার্যকারিতা দিতে পারে। ব্যাক-আপ নেওয়া এবং তা ফিরিয়ে আনার সুবিধা ব্যবহার করার জন্য Google Photos-এর মতো অতিরিক্ত অ্যাপ ইনস্টল এবং চালু করার প্রয়োজন হতে পারে। আপনি যেকোনও সময় আপনার Google One অ্যাপ থেকে ব্যাক-আপ নেওয়া এবং তা ফিরিয়ে আনার বিকল্পটি পরিবর্তন করতে পারেন। আপনার Google One মেম্বারশিপ যদি সাসপেন্ড বা বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে Android ব্যাক-আপ নীতি অনুসারে আপনি নির্দিষ্ট সময়ের পরে ব্যাক-আপে সেভ হয়ে থাকা ডেটার অ্যাক্সেস হারাতে পারেন।
৭. স্পনসর করা প্ল্যান
Google-এর অন্তর্ভুক্ত নয় এমন একটি স্পন্সর করা পার্টির, স্পন্সর করা প্ল্যানের মাধ্যমে আপনি Google One পেতে পারেন, যেমন আপনার নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা অন্য থার্ড-পার্টি (কোনও 'স্পন্সর করা প্ল্যান'-এর ক্ষেত্রে)। উপলভ্য থাকা যেকোনও ফিচার বা স্পনসর করা প্ল্যানের জন্য ফি আপনার স্পন্সর করা পার্টি নির্ধারণ করবে এবং Google One প্ল্যানের দাম সংক্রান্ত তথ্য এবং আপনার স্পনসর করা প্ল্যানের শর্তাবলীর জন্য আপনাকে তাদের শর্তাবলী দেখতে হবে। আপনি আপনার স্পন্সর করা পার্টির মাধ্যমে আপনার স্পন্সর করা প্ল্যানটি আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারেন (সেই ক্ষেত্রে আপনার আপগ্রেড বা ডাউনগ্রেডে তাদের পেমেন্ট এবং সাবস্ক্রিপশন সংক্রান্ত শর্তাবলী প্রযোজ্য হবে) বা আপগ্রেড অথবা ডাউনগ্রেড করার জন্য সরাসরি Google One থেকে আপগ্রেড করার বিকল্পটি বেছে নিতে পারেন (সেই ক্ষেত্রে আপনার আপগ্রেড বা ডাউনগ্রেডে পেমেন্ট এবং সাবস্ক্রিপশন সংক্রান্ত শর্তাবলী এখানে প্রযোজ্য হবে)। স্পন্সর করা প্ল্যানের মাধ্যমে Goolge One-এ আপনার অ্যাক্সেস পাওয়া এবং অ্যাক্সেস জারি থাকার বিষয়টি নির্ধারণ করে স্পন্সর করা পার্টি এবং আপনার স্পন্সর করা প্ল্যান হয়ত যেকোনও সময় স্পন্সর করা পার্টি সাসপেন্ড বা বন্ধ করতে পারে।
৮. গোপনীয়তা
আপনাকে Google One পরিষেবা দেওয়ার জন্য Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী এই শর্তাবলীতে যেভাবে বলা আছে সেইভাবে আপনার দেওয়া তথ্য Google সংগ্রহ এবং ব্যবহার করে। আপনাকে Google One প্ল্যানের পরিষেবা দিতে, আপনার ট্রানজ্যাকশন প্রসেস বা Google One প্ল্যান উন্নত করতে এবং বজায় রাখতে, আপনার Google One ব্যবহারের তথ্যও ব্যবহার করতে পারি। এছাড়াও Google One-এর উন্নতি করার জন্য বা আপনাকে সুবিধা দেওয়ার জন্য অথবা Google One প্ল্যানের প্রচারের জন্য আমরা আপনার Google-এর অন্যান্য পরিষেবা ব্যবহারের তথ্যও ব্যবহার করতে পারি। আপনার Google অ্যাক্টিভিটির সংগ্রহ এবং ব্যবহার করা myaccount.google.com থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আপনাকে Google One পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অংশ হিসেবে, তার সাথে আপনার উপযুক্ততা নির্ধারণের জন্য বা থার্ড-পার্টির দেওয়া সীমিত সদস্যের জন্য সুবিধাগুলি রিডিম করার জন্য এবং স্পন্সর করা প্ল্যান বা ট্রায়াল মেম্বারশিপের জন্য আপনি উপযুক্ত কিনা তা বুঝতে আপনার সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য আমরা থার্ড-পার্টির সাথে হয়ত শেয়ার করতে পারি। এছাড়াও, আপনার ফ্যামিলি গ্রুপের Google One স্ট্যাটাস ও সাবস্ক্রিপশনের বিষয়ে তথ্য দেওয়ার জন্য আপনার সম্পর্কিত তথ্য আপনার ফ্যামিলি গ্রুপে হয়ত শেয়ার করতে পারি।
Google One পরিষেবা ব্যবহার সম্পর্কিত তথ্য হিসেবে পরিষেবার ঘোষণা, অ্যাডমিনিস্ট্রেটরের মেসেজ এবং অন্যান্য তথ্য আপনাকে আমরা হয়ত পাঠাতে পারি। পাশাপাশি, সীমিত সদস্যদের জন্য সুবিধার সাথে সম্পর্কিত ইমেল এবং ডিভাইস সংক্রান্ত বিজ্ঞপ্তিও আপানাকে পাঠানো হতে পারে। আপনি চাইলে এই কথোপকথনগুলির মধ্যে থেকে কয়েকটি বাতিল করতে পারবেন।
৯. পরিবর্তন
Google One-এ কোনও পরিবর্তন করার সম্পূর্ণ অধিকার আমাদের আছে এবং আরও অথবা আলাদা ফিচার দেওয়ার জন্য Google One সংশোধন করা হতে পারে। আপনি এতে সম্মতি দিচ্ছেন যে, Google One-এ সাবস্ক্রিপশন নেওয়ার সময় পরিষেবাটির যে ভার্সন চালু থাকবে, সাবস্ক্রিপশন শুধু সেই ভার্সনের জন্যেই বিবেচনা করা হবে। উপরে বিভাগ ২-এ যেমন উল্লেখ করা আছে সেই অনুযায়ী, এছাড়াও আমরা হয়ত বিভিন্ন সময়ে Google One-এর সাবস্ক্রিপশনের আলাদা শ্রেণী এবং মেয়াদ নির্দিষ্ট করে দিতে পারি ও প্রতিটি মেয়াদের বা শ্রেণীর সাবস্ক্রিপশন ফি আলাদা হতে পারে।
১০. বন্ধ করে দেওয়া
Google যেকোনও সময়ে আপনাকে Google One পরিষেবা দেওয়া বন্ধ করতে পারে যার মধ্যে এই শর্তাবলী ভঙ্গ করার কারণও অন্তর্ভুক্ত। আপনি যদি কোনও স্পন্সর করা প্ল্যানে থাকেন তাহলে স্পন্সর করা পার্টি আপনার Google One-এর অ্যাক্সেস সাসপেন্ড বা বন্ধ করতে পারে। যেকোনও সময়ে আপনাকে ন্যায্য কারণ দেখিয়ে Google One প্ল্যান সাসপেন্ড অথবা বাতিল করার অধিকার Google-এর আছে।